তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আপনাকে স্বাগতম
“তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট” পরিচালিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা একটি যুগশ্রেষ্ঠ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যা আদর্শ ও আধুনিক শিক্ষার এক অনন্য সমন্বয়। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে ১৯৬৩ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এখানে ইবতেদায়ী থেকে কামিল (স্নাতকোত্তর) পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের পাশাপাশি কুরআন, হাদিস, ও আরবি ভাষার ওপর গভীর জ্ঞানার্জনের সুযোগ রয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা”। আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা ইসলামী মূল্যবোধকে ধারণ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে।



অধ্যক্ষের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তা‘আলার দরবারে, যিনি আমাদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এই মহৎ কাজে শরিক হওয়ার তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, রাসূলুল্লাহ (সা)-এর ওপর। সাথে সাথে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে সম্পৃক্ত থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে একটি উন্নত প্রজন্ম গড়ার স্বপ্ন নিয়ে এর পথচলা শুরু হয়েছিল। আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ নয়, বরং তা শিক্ষার্থীর চিন্তাভাবনা, মূল্যবোধ এবং জীবনবোধকে আলোকিত করে।
১৯৬৩ সাল থেকে তা‘মীরুল মিল্লাত ট্রাস্টের অধীনে আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান যুগোপযোগী ও দক্ষ আলেম এবং দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক তৈরির মিশনে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ইসলামি শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের আহবানে সাড়া দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গ্রহণ করেছে “তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা” তাদের অন্যতম। আমাদের শিক্ষাব্যবস্থায় ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং সমসাময়িক জ্ঞানকে সমান গুরুত্ব দেওয়া হয়। দাখিল ও আলিম স্তরে সাধারণ ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি কামিল স্তরে হাদিস, তাফসীর ও ফিকহ বিভাগের মাধ্যমে শিক্ষার্থীরা দ্বীন ও দুনিয়ার উভয় ক্ষেত্রেই সফল হওয়ার জন্য প্রস্তুত হয়।
আমাদের শিক্ষার্থীরা যেন সুনাগরিক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, এবং অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আজ তা‘মীরুল মিল্লাত হাজারো ফুলে-ফলে প্রস্ফুটিত একটি বৃক্ষে পরিণত হয়েছে, যার সুবাতাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর আনাচে-কানাচে। তা‘মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে সরকার ঘোষিত Sustainable Development Goal অর্জনে উদ্যোগী হবে এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করছি।
মহান আল্লাহ তা‘আলা আমাদের সকল সীমাবদ্ধতা দূর করে সঠিক পথে অটল থাকার তাওফীক দিন। আমীন।
ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা।