সংক্ষিপ্ত পরিচিতি

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন। ওয়াস্ সালাতু আস্ সালামু আ‘লা নাবিয়্যিল কারিম। ওয়া আ‘লা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান্নাসি আজমাঈন।

“তা’মীরুল মিল্লাত ট্রাস্ট” পরিচালিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা একটি যুগশ্রেষ্ঠ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা”।

১৯৬৩ সালের একটি ঐতিহাসিক মূহুর্তে মাদরাসাটির শুভ যাত্রা শুরু হয়। কালের বিবর্তনে মহান আল্লাহ্‌র মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে। মানসম্মত শিক্ষা ও নববী আদর্শ বিস্তারে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা যখন সফলতার সাথে এগিয়ে চলেছে তখন দেশবাসির দাবী অনুযায়ী টঙ্গীতে আরো একটি বালক ও বালিকা ক্যাম্পাস এবং ঢাকার অদূরে মাতুয়াইলে একটি স্বতন্ত্র মহিলা ক্যাম্পাস করা হয়। বর্তমানে মীরহাজিরবাগ মূল ক্যাম্পাসের সাথে আলাদা বালিকা শাখা চালু করা হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সাল থেকে ৫টি বিষয়ে ৪ বছর মেয়াদী ফাযিল সম্মান (অনার্স) কোর্স ও ১ বছর মেয়াদী মাস্টার্স খোলা হয়েছে।

যুগের চাহিদার সাথে সংগতি রেখে দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান ও আইসিটি বিভাগ এবং কামিল এম.এ শ্রেণীতে হাদীস, তাফসীর, ফিকহ ও আদব বিভাগ চালু করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার” সাফল্য উল্লেখযোগ্য। বিগত বছরগুলোতে বাংলাদেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রতিষ্ঠানটি শীর্ষ স্থানে থাকার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।

নোটিশ/বিজ্ঞপ্তি

অধ্যক্ষের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তা‘আলার দরবারে যিনি আমাদেরকে ঐশী শিক্ষা সম্প্রসারনে আধুনিক প্রযুক্তির মহাসড়কে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক নবী করিম (সা) এর উপরে। সাথে সাথে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠার সাথে যারা সম্পৃক্ত থেকে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ।

ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা” মহান আল্লাহর অসীম রহমাতে শিক্ষার আলো বিচ্ছুরনে সফলতার স্বাক্ষর রেখে চলছে দীর্ঘদিন ধরে। “তা’মীরুল মিল্লাত ট্রাস্ট” পরিচালিত এ মাদরাসাটি বর্তমানে ইসলাম ও সাধারণ জ্ঞানের শ্রেষ্ঠতম মারকাজ হিসেবে বিশ্বদরবারে পরিচিতি লাভ করেছে। শিক্ষার্থীর প্রতিভা বিকাশে ও মনোদৈহিক উন্নয়নে অহী জ্ঞানের বিকল্প নেই। সারাপৃথিবীতে তাই ইসলামী শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠতম পদ্ধতি বলে স্বীকৃতি পাচ্ছে। প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ ও বিশ্বের নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে মাদরাসাটি সর্বমুখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এ ওয়েব সাইটটির আত্মপ্রকাশ।

বাংলাদেশে ইসলামি শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের আহবানে সাড়া দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গ্রহণ করেছে “তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা” তাদের অন্যতম। তা‘মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে সরকার ঘোষিত Sustainable Development Goal অর্জনে উদ্যোগী হবে এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করছি।

ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা।

চলমান নোটিশ: <marquee> ২য় পর্যায়ে ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০:০০টায়। </marque>

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

২য় পর্যায়ে ভর্তি পরীক্ষা ০৪ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০:০০টা