tm-logo

একনজরে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা

ঐতিহ্য ও সাফল্যের স্বর্ণশিখর

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন। ওয়াস্ সালাতু আস্ সালামু আ‘লা নাবিয়্যিল কারিম। ওয়া আ‘লা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান্নাসি আজমাঈন। ১৯৬৩ সালের এক ঐতিহাসিক মুহূর্তে যে ছোট্ট চারাগাছটি রোপণ করা হয়েছিল, আজ তা মহান আল্লাহর অশেষ রহমতে এক বিশাল মহীরূহে পরিণত হয়েছে। মীরহাজিরবাগে প্রতিষ্ঠিত তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা গত ছয় দশক ধরে মানসম্মত শিক্ষা ও ইসলামের নববী আদর্শ বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে মাদরাসাটি তার কার্যক্রম সম্প্রসারণ করেছে। দেশের মানুষের চাহিদা পূরণের জন্য টঙ্গীতে বালক ও বালিকা ক্যাম্পাস এবং ঢাকার মাতুয়াইলে একটি স্বতন্ত্র মহিলা ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে মূল ক্যাম্পাসের সাথে আলাদা বালিকা শাখাও চালু করা হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে এই প্রতিষ্ঠানটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২০১০ সাল থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এখানে ৫টি বিষয়ে ৪ বছর মেয়াদী ফাযিল সম্মান (অনার্স) কোর্স এবং ১ বছর মেয়াদী মাস্টার্স করার সুযোগ রয়েছে। শুধু তাই নয়, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান ও আইসিটি বিভাগ এবং কামিল (এম.এ) শ্রেণীতে হাদীস, তাফসীর, ফিকহ ও আদব বিভাগ চালু করা হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পাবলিক পরীক্ষায় তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা ধারাবাহিকভাবে অসাধারণ সাফল্য অর্জন করে আসছে। বিগত বছরগুলোতে বাংলাদেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রতিষ্ঠানটি শীর্ষস্থান ধরে রাখার গৌরব অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা শুধু একটি শিক্ষালয় নয়, বরং ইসলামী জ্ঞান, নৈতিকতা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এক উজ্জ্বল বাতিঘর। যুগের চাহিদার সাথে সংগতি রেখে দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান ও আইসিটি বিভাগ এবং কামিল এম.এ শ্রেণীতে হাদীস, তাফসীর, ফিকহ ও আদব বিভাগ চালু করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার” সাফল্য উল্লেখযোগ্য। বিগত বছরগুলোতে বাংলাদেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রতিষ্ঠানটি শীর্ষ স্থানে থাকার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।

একনজরে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা