২০২৫ - ২৬ শিক্ষাবর্ষ আলিম ১ম বর্ষে ভর্তি নির্দেশিকা
১। যে সকল শিক্ষার্থী (EIIN : 108478) তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকায় নিশ্চয়ন করেছেন শুধুমাত্র তারাই অনলাইনে ভর্তি ফরম পুরন করতে পারবেন।
২। অনলাইনে ভর্তি ফরম পুরনের সময়: ০১ সেপ্টেম্বর থেকে ০৬ সেপ্টেম্বর ২০২৫
৩। সাক্ষাৎকারের সময়: ০৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ অফিস চলাকালীন সময় সকাল ৮:০০ থেকে -বেলা ৩:০০টা।
৪। ভর্তির সময়: সাক্ষাৎকারে মনোনীত শিক্ষার্থীদের ০৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর অনলাইনে অথবা সরাসরি অফিসে ভর্তি ফী পরিশোধের মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে।
৫। সাক্ষাৎকার ও ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র:
ক) দাখিল পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও নম্বরপত্র।
খ) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র।
গ) শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি।
ঘ) সদ্য তোলা ৩ কপি রঙ্গিন ছবি।
ঙ) একটি চলমান মোবাইল নম্বর।
অনলাইনে ভর্তি সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য: 01736016484
