tm-logo

তা’মীরুল মিল্লাত ট্রাস্ট

তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট হলো ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি শিক্ষা মিশন। ১৯৯৭ সাল থেকে এই মিশনের অধীনে যুক্ত হয় তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী। এরপর তা‘মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসাও ট্রাস্টের কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়। এই প্রতিষ্ঠানগুলো শুধু মাদ্রাসার শীর্ষস্থানীয় ফলাফলই অর্জন করে না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের ভর্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রাস্টের মূল লক্ষ্য হলো ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক সাধারণ জ্ঞানের সমন্বয়ে একটি বাস্তবধর্মী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফল হতে সহায়তা করবে।

ট্রাস্টের কার্যকরী কমিটি

১। প্রফেসর ড. কুরবান আলী- চেয়ারম্যান

২। অধ্যক্ষ মুহাম্মদ যাইনুল আবেদীন- সেক্রেটারী

৩। জনাব মাহমুদ হোসাইন- সহ: সেক্রেটারী

৪। মাওলানা সাব্বির আহমাদ- মোতাওয়াল্লী

৫। কর্ণেল (অব:) ডা: জেহাদ খান- সদস্য

৬। ডা: কাজী মো: ইউসুফ আলী-সদস্য

৭। মোহাম্মদ সফিক উল্লাহ- সদস্য

৮। ইন্জিনিয়ার মো: তোফাজ্জল হোসেন- সদস্য